বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া খাঁচায় মাছ চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় বুধবার সকালে ওই প্রকল্পের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ^াস, উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী, ইউপি চেয়ারম্যান ডাঃ আকরামুজ্জামান, মৎস্য চাষী মোঃ আবুবকর সিদ্দিক, মতিউর রহমান,আবু সালেহ মাতুব্বর, আকরামুজ্জামান মাতুব্বর।
এ প্রকল্পের আওতায় উপজেলা বিষখালী খালে ১০টি খাাঁচায় ২০ সদস্যের একটি টিম এ মাছ চাষ করবে। এ প্রকল্পের মাধ্যমে চাষীদের ২ লক্ষ টাকার সহায়তা প্রদান করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস