বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রামপাল উপজেলা উজলকুর ইউনিয়নের উজলকুর গ্রামে এই মাঠদিবস অনুষ্ঠিত হয়। সম্বন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট (আইএফএমসি) প্রকল্পের সহায়তায় রামপাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলে অতিরিক্ত পরিচালক কৃষিবীদ নিত্যারঞ্জন বিশ^াস।
উজলকুর ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাটের উপপরিচালক কৃষিবীদ আফতাব উদ্দিন, আইএফএমসি আঞ্চলিক কো-অর্ডিনেটর কৃষিবীদ নিখিল চন্দ্র সেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আইএফএমসির যশোর আঞ্চলিক টেকনিক্যাল কো-অর্ডিনেটর কৃষিবীদ মশিউর রহমান, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক দিপক কুমার রায়, রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ নাসরুল মিল্লাত, কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থী ওবায়দুর রহমান, ফাতেমা আক্তার আসমা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ, মোঃ জিন্নাহ, বিবেকানন্দ পাল প্রমুখ।
বক্তারা বলেন, এই কৃষক মাঠ স্কুল থেকে গ্রহন করা জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে এর সফলতা জনগন পবে। ফলে সরকারের উদ্যেগ সার্থক হবে।
অনুষ্ঠানস্থলে স্থানীয় কৃষকরা ৬টি স্টল দিয়ে কৃষির আধুনিক পদ্ধতির বিভন্ন দিক তুলে ধরেন। পরে সফল কৃষক ও সংগঠকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস