সোমবার, ০৬ মে ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

বাগেরহাটে আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৪ মে, ২০১৯
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(বাগেরহাট)প্রতিনিধি: শনিবার দুপুরের পর থেকে উপকূলীয় জেলা বাগেরহাটের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মোংলা বন্দরের ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ফেলা হয়েছে। উপকূলীয় এলাকা বিশেষ করে শরণখোলা ও মোংলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শুক্রবার রাতে আশ্রয় নেয়া শত শত পরিবার বাড়ি ফিরেছে। রাত থেকে বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগও দেয়া হচ্ছে অনেক এলাকায়।

তবে শরণখোলা উপজেলার ৩৫/৩ বেড়িবাঁধ দিয়ে শুক্রবার ও শনিবার জোয়ারের পানি ঢোকা অব্যাহত থাকায় সেখানকার তিন গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। নদীতে ভাটা হলে জোয়ারের পানির চাপ খানিকটা কমে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মোংলা বন্দরের হারবার মাস্টার মো. নুরুল হুদা শনিবার বিকেলে জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে যাওয়ায় বন্দরের ৭ নম্বর বিপদ সংকেত নামানো হয়েছে। তবে এখনও ৩ নম্বর সংকেত জারি রয়েছে। ছোট ছোট জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজও শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার জানান, প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে। এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বাগেরহাটে। শরণখোলায় ভেঙে যাওয়া বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত স্থান দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে । তার যত দ্রুত সম্ভব সেটি মেরামত করবে।

এদিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে গেলেও বাগেরহাটের আকাশ জুড়ে মেঘ রয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। তবে গোবরদিয়া ডেমা এলাকার কিছু অংশ এখনও অন্ধকারে রয়েছে।

এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর নির্বাহী প্রকৌশলী পলাশ কান্তি ঘোষ জানান, দুপুরের আগেই বাগেরহাটের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এছাড়া গোবরদিয়া ও ডেমা এলাকার বেশ কিছু এলাকায় তার ছিঁড়ে যাওয়ায় সেগুলো মেরামত করে বিদ্যুৎ লাইন সচল করতে কাজ করা হচ্ছে। সন্ধ্যার আগেই ওই সব এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com