বাংলা৭১নিউজ, জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মিভূত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের পোলেরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে দোকানগুলো পুড়ে যায়।
স্থানীয়রা ইউপি সদস্য হায়দার আলী জানান, পোলেরহাট বাজারের লোকমানের মুদি দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে সে আগুন পার্শবর্তি সোবহান খানের মুদি দোকান, অজিয়ারের জ্বালানী তেলের, লোকমানের মুদি দোকানসহ পার্শবর্তি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. হায়দার আলী আকন জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়। অগ্নিকান্ডে হোটেল ও চায়ের দোকানসহ টিনসেটের ৬য়টি দোকন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস