বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাদশা মোল্লা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । আটক বাদশা উপজেলার ছাপড়াখালী গ্রামের আহম্মদ মোল্লার ছেলে। বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিবার বেলা ১১টায় সেলমবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করেন।
অভিযানে নেতৃত্বদানকারি ডিবি পুলিশের এসআই জহিরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী বাদশা চিটাগং থেকে গাঁজা’র একটি বড় চালান নিয়ে সড়ক পথে মোরেলগঞ্জে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভোররাত থেকে কয়েকটি ঘাটে অবস্থান নেয়। আজ বেলা ১১টার দিকে সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ওই চালানটি হাতবদলের প্রস্তুতিকালে বাদশাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছে পাওয়া যায় ৬ কেজি গাঁজা। যার স্থানীয় মূল্য প্রায় ১ লাখ টাকা।
তিনি আরো বলেন, বাদশা একজন পেশাদার ও পাইকারি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরো মাদক মামলা রয়েছে। আজকের ঘটনায়ও মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস