বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: জাঁটকা ধরে করবোনা শেষ, হাসবে জেলে বাঁচবে দেশ, এই স্লোগানের মধ্য দিয়ে নানা আয়োজনে বাগেরহাটের শরণখোলায় জাঁটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকাল ১০ টায় শরণখোলা উপজেলা মৎস বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: কামাল উদ্দিন আকন প্রধান অতিথি হিসেবে ওই জাঁটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস কর্মকর্তা মোঃ জিয়া হায়দার চৌধরী, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম, রায়েন্দা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আসাদুজ্জামান মিলন, মোংলা উপজেলার মৎস কর্মকর্তা ফেরদৌস আনসারী, শরণখোলা উপজেলার খাদ্য কর্মকর্তা দেব দূত রায় এবং মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই। বক্তব্য রাখেন, মৎস ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম কালাম সহ স্থানীয় একাধিক মৎসজীবী। অনুষ্ঠান সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন শরণখোলা উপজেলা মৎস কর্মকর্তা বিনয় কুমার রায়।
পরে উপজেলার চার ইউনিয়নের কয়েক শত জেলেদেরকে নিয়ে সড়ক ও নৌ র্যা লির আয়োজন করে মৎস বিভাগ।
বাংলা৭১নিউজ/জেএস