শুক্রবার এক দিনেই বাখমুতে পাঁচ শতাধিক রুশ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শনিবার দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র এই দাবি করেছেন।
ডনবাসের বাখমুতে গেল কয়েক মাস ধরে লড়াই করছে রুশ সমর্থিত যোদ্ধারা।
ইউক্রেনের সামরিক মুখপাত্র শেরহি চেরেভাতি জানিয়েছেন, রাশিয়া ২৪ ঘণ্টায় ১৬টির বেশি আক্রমণ করেছে। সাথে বাখমুতে ইউক্রেনীয় ও রুশ সেনােদের ২৩টি সংঘর্ষ হয়েছে।
চেরেভাতি বলেন, ‘এই সংঘর্ষে ২২১ শত্রু (রুশ সেনা) নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩১৪ জন।’
তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও ইউক্রেনের দাবিটি স্বাধীনভাবে যাচাইবাছাই করতে পারেনি।
এদিকে বাখমুতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর রুশ সমর্থিত ওয়াগনার বাহিনী বলেছে, বাখমুতের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে তারা।
সূত্র: রয়টার্স
বাংলা৭১নিউজ/এসএইচ