বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে পুরকৌশল বিভাগের উদ্যোগে “পানি সম্পদ ও এর স্থায়িত্ব”-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম শহীদউল্লাহ, পিএসসি।
অনুষ্ঠানে লিড স্পীকার ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ, কী নোট স্পীকার প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, গেস্ট স্পীকার রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট সায়েন্স এর প্রফেসর ড. মোঃ গোলাম মোস্তফা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. প্রকৌশলী এস এম জহুরুল ইসলাম।
সেমিনারে বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে পানি সম্পদের সর্বোত্তম ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, দেশের অপেক্ষাকৃত শুষ্ক এলাকা হিসেবে পরিচিত বরেন্দ্র এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পানি ব্যবস্থাপনার কারনে সেচসহ সকল কাজে পানির কাংখিত ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান। প্রেজেন্টার হিসেবে ছিলেন পুরকৌশল বিভাগের প্রভাষক মোঃ নাফিউর রহমান।
বাংলা৭১নিউজ/জেএস