বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: বাউফলে ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় খাদ্য অধিদফতরের অধিনে আধুনিক খাদ্য সংরক্ষণ প্রকল্পের আওতায় ডিপিডিএস এর মাধ্যমে ৮ হাজার পরিবারের মধ্যে সাইলো (দুর্যোগকালীন অতিব জরুরী খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রক্ষণাবেক্ষণের জন্য প্লাষ্টিকের ড্রাম) বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার কালাইয়া খাদ্য গুদাম মাঠে এ সাইলো বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রলয়ংকরী সিডরের সময় অধিকাংশ মানুষ তাদের জরুরী খাদ্য ও অন্যান্য সামগ্রী রক্ষণাবেক্ষণ করতে পারেনি। সেই অভিজ্ঞতার আলোকে দুর্যোগকালীন মানুষের জরুরী খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রক্ষার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় খাদ্য অধিদপ্তরের অধীন এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন সার্ভিসেস নামের একটি কনসালটিং সংস্থাকে বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশের দুর্যোগপ্রবন ৬৩টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রত্যেকটি সাইলোর মূল্য ১ হাজার ৪শ’টাকা।
বাউফলে তালিকাভূক্ত ৭ হাজার ৯৮৮ টি পরিবারের মধ্যে এই সাইলো বিতরণ করা হবে। তালিকাভূক্ত প্রত্যেক পরিবারের অংশীদারিত্ব (পার্টিসিপেটরী) হিসেবে ৮০ টাকা নেয়া হচ্ছে। এই টাকা সরকারি
কোষাগারেই জমা হবে। তবে একটি সূত্র থেকে জানা গেছে, তালিকায় প্রান্তিক ও গড়িব পরিবারকে অর্ন্তভূক্ত করার নির্দেশনা থাকলেও বাউফলে সেটা মানা হয়নি। এ ক্ষেত্রে অনেক স্বচ্ছল পরিবারকেও তালিকাভূক্ত করে সাইলো দেয়া হয়েছে।
এ ব্যাপারে খাদ্য সংরক্ষণ প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন ষ্পেশালিস্ট এম.এ. সাঈদ বলেন, চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের তত্ত্ববধানে তালিকাটি এক বছর আগে করা হয়েছে। আমরা তালিকার বাহিরে কোন কাজতো করতে পারি না। বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে জানান, এক বছর আগে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বরদের সহায়তায় এই তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকার বিষয়ে গুরুতর কোন অভিযোগ পাওয়া গেলে খতিয়ে দেখা হবে।
বাংলা৭১নিউজ/জেএস