বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বাউফলে এস এসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিথী (১৬), ইতি (১৬), আরিফ (১৮), জায়েদা (১৬) ও মীম (১৬) নামের পাঁচ পরীক্ষার্থী কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
আশংকা জনক অবস্থায় তাদেরকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার দাসপাড়া ও নওমালা ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, দাসপাড়া খাজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ নেয় দাসপাড়া গ্রামের সেলিম খানের মেয়ে বিথী সালাম মৃধার মেয়ে ইতি, মহাসিন বাবুর মেয়ে জায়েদা ও মন্টু দফাদারের মেয়ে মীম, নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের আ: সালাম গাজীর ছেলে আরিফ এস এসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাদেরকে পরিবারের লোকজন বাউফল হাসপাতালে ভর্তি করেন।
বাংলা৭১নিউজ/জেএস