বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক পরিচালিত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহয়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৭-২০১৮ অর্ত বছরের উপকারভোগীদের হেল্থ ক্যাম্প কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুষ চন্দ দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডা সামছুল আলম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান, সমবায় অফিসার কামরুল আহসান মিঞা, মেডিকেল অফিসার মো.আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার মোট ৩ শ’ জন নারীকে ল্যাকটেটিং মাদার সহয়তা তহবিল কর্মসূচির আওতায় হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস