বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে রেহেনা পারভিন নামের (৫০) এক স্কুল শিক্ষককে মধ্যযুগিয় কায়দায় নির্যাতন চালানো হয়েছে। ওই শিক্ষককে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নওমালা ইউনিয়নের মৈশাদি গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উত্তর আদমপুর সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক রেহেনা পারভিনের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী নুর হোসেন হাওলাদারের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার সময় স্থানীয় আবদুল হক নামের এক ব্যক্তি তাঁর (রেহেনা পারভিন) জমিতে আমন ধানের চারা রোপন করছে এই কথা বলে ডেকে নিয়ে নুর হোসেন হাওলাদের ছেলে রিয়াজ হাওলাদার (৩৫) ও তার ৮ম শ্রেণী পড়–য়া নাতি তরিকুল (১৫) শিক্ষক রেহেনা পারভিনকে মধ্যযুগিয় কায়দায় নির্যাতন করে।
রিয়াজ ও তরিকুল তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। একপর্যায়ে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে পা দিয়ে লাথি মারে। এসময় তিনি বিবস্ত্র হয়ে পড়েন। তারঁ ডাক চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে এনে ভর্তি করে।
বাংলা৭১নিউজ/জেএস