বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচী পালন ও গাড়ির লাইসেন্স চেক করেছে সাধারন শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলাগেট সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাউফল সরকারি কলেজ, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ ও নবারুন সার্ভে কলেজের তিন শতাধিক
শিক্ষার্থী এতে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি ‘দাবি একটাই, নিরাপদ সড়ক চাই’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান তুলে সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন কর্মসূচী পালনের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ রানা ও পৗর ছাত্রলীগের একাংশের আহবায়ক নিয়াজ মোর্শেদ বক্তৃতা রাখেন। পরে বাউফল সরকারি কলেজের সামনে অবৈধ যানবাহন থামিয়ে লাইসেন্স চেক করে সাধারন শিক্ষার্থীরা। এসময়ে লাইসেন্সবিহীন বেশ কয়েকটি মটর সাইকেলের চাবি আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা। তবে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন মিমি, ইয়াসমিন জাহান, ঔশি, তানিয়াসহ সাধারন শিক্ষার্থী আবারো মানববন্ধন কর্মসূচি পালন করবেন জানিয়ে অভিযোগ করেন, ছাত্রলীগের দুই নেতা মানববন্ধনে বক্তৃতা শেষ করেই ব্যানার গুটিয়ে কর্মসূচির সমাপ্তি টেনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূটিকে ভেঙে দেয়। কর্মসূচি আরো দীর্ঘ কিংবা সাধারন শিক্ষার্থীদের কোন কথা বলতে দেয়নি তারা। তারা অভিন্ন বলেন, ‘ভেতরে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি ভন্ডুল করতে ছাত্রলীগ নেতাদের এটা একটা চাল।’
বাংলা৭১নিউজ/জেএস