বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে হ্যাপী বেগম (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রী বাবার বাড়ি বেড়াতে এসে স্বজনদের হাতে খুন হয়েছেন। রবিবার রাত ৯ টার দিকে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের এ ঘটনাটি ঘটেছে।
নিহত হ্যাপির বেগমের স্বামীর নাম ফয়সাল আহম্মেদ, তিনি বিদেশে থাকেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নিহত হ্যাপী বেগমের বাবা ইব্রাহি হাওলাদার তার আপন চাচাতো ভাই কালাম হাওলাদার ও আবদুর রব হাওলাদারের কাছ থেকে বাড়ির মধ্যে ভিটি জমি ক্রয় করেন। কিন্তু ওই জমির দখল না দেওয়ার কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ঝাটি হতো। ঘটনার দিন রাত ৯টার দিকে হ্যাপী বেগমের মা হোসেনেয়ারা বেগমের সাথে ঝগড়াঝাটি হলে কালাম হাওলাদার, আবদুর রব, লতু হাওলাদার, আবদুর রহিম, রেনু বেগম, পিয়ারা বেগম, সীমা বেগম ও শাহনাজ বেগম তাকে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।
এ সময় মাকে বাঁচাতে হ্যাপী বেগম এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে খুন করে। ঘটনার সময় হ্যাপির বাবা ইব্রাহিম হাওলাদার বাড়ি ছিলনা। হ্যাপী বেগমের স্বামীর বাড়ি ফরিদপুর। তিনি রিয়া নামের ৯ বছরের এক মেয়ে নিয়ে সাভারে থাকেন। এক সপ্তাহ আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
আহত হোসনেয়ারা বেগমকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত আবদুর রব ও কালাম হাওলাদার নামের দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস