বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-২ বাউফল আসনে নৌকা র্মাকার পক্ষে নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন নারী নেত্রীরা।
বুধবার বিকাল ৪টায় বাউফলের নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সহশ্রাধিক নারী ভোটার উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলে নৌকা মার্কার প্রার্থী জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপির সহধর্মীনি দেলোয়ারা সুলতানা ফিরোজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ খান,মোসাঃ রুনিয়া বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মোতালেব, ইঞ্জিনিয়র ফারুক আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যাক্ষ মোমতাজ বেগম প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ারা সুলতানা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের নারী জীবনের মানন্নয়ন হয়। নারীদের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামীলীগ সরকারই পেরেছেন। সবাইকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীগকে বিজয় করার আহবান জানান।
বাংলা৭১নিউজ/জেএস