বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ছাগলে বীজ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মনির হোসেন ফকির (৪৫) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন। স্ত্রী, ছেলে, বাবা ও ভাইসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার দুপুর দেরটার দিকে বাউফল সদর ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ওই এলাকার ফোরকান ফকিরের একটি ছাগল পাশের বাড়ির ইসমাইল ফকিরের ক্ষেতের বীজ খেয়ে ফেললে তার ছেলে মনির ছাগলটি ধরে এনে গায়ে কাদা মেখে দেন।
এ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি হলে একপর্যায়ে ফোরকান ফকির, খালেক ফকির, বেল্লাল ফকির, মোশারেফ ফকির ও বাচ্চু ফকিরসহ ৮-১০ দেশী অস্ত্রসস্ত্র নিয়ে মনির ফকিরের উপর হামলা করে এবং তাকে এলাপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে খুন করে। এসময় তার স্ত্রী লুৎফর বেগম (৩৩), ছেলে সজিব (১৭), মাসুম (১৬), নাঈম (১২), বাবা নুরুল ইসলাম (৬৫) ও ভাই জামাল (৩৩) এগিয়ে এলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস