বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ সভাপক্ষে ‘তথ্য অধিকার-২০০৯’ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সাবেক যুগ্ম সচিব মো: আবুল হোসেন। উপজেলা র্নিবাহী অফিসার মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.এফ.এম আবু সুফিয়ান, বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা কানিজ মার্র্জিয়া,সমাজ সেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম,সহকারি সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: রেহেনা বেগম,সাবেক ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামছুল আলম মিয়া, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, মো. মহিউদ্দিন আহম্মেদ লাভলু.বাউফল প্রেসক্লাব সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক ঐক্যপরিষদের আহবায়ক অতুল চন্দ্র পাল,।
অনুষ্ঠিত সভায় তথ্য অধিকার-২০০৯ এর প্রেক্ষাপট, উদ্দেশ্য,তথ্য কি, কর্তৃপক্ষ,তথ্য প্রদান কর্মকর্তা, তথ্য কমিশন,শাস্তি,তথ্য পাওয়ার ফরম বিষয় আলোচনা হয়। এছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, ইমাম,পুরোহিত শিক্ষক ও রাজনীতিবিদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস