বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মহসেন উদ্দিন নামক স্থানে এস.এম.ব্রিকস এবং মেসার্স বন্ধু ব্রিকস নামের দু’টি ইটভাটা বরিশাল পরিবেশ অধিদপ্তর ও বাউফল উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় গুড়িয়ে দিয়েছেন।
শুক্রবার বিকেলে ওই অভিযান চালানো হয়।
উল্লেখ গত ৩১ জানুয়ারি ওই ইটভাটা দুটিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছিল এবং একই সাথে তিনটি চিমনি ভেঙ্গে দেয়া হয়েছিল। কিন্তু একদিন পরেই ইটভাটার মালিকরা চিমনি বসিয়ে পূণরায় ইট পোড়াতে থাকে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে ওই অভিযান চালানো হয়।
অভিযানে বাউফল ফায়ার সার্ভিসের দমকল দিয়ে ইটভাটা দুটিকে সম্পূর্ণরুপে গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, এসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ দল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় এস.এম ব্রিকসের ২০ হাজার পাকা ইট ও ৫০ মণ জ্বালানী কাঠ জব্দ করা হয় এবং একই সাথে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অপরদিকে মেসার্স বন্ধু ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, অনুমোদনবিহীন ওই ইটভাটা দু’টিকে ১৫দিন আগে অর্থদন্ড করে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা না মেনে পূণরায় ইট পোড়াচ্ছিল।এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসই