বাংলা একাডেমি পরিচালিত সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত গুণিজনের নামও ঘোষণা করা হয়েছে।এবছর বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন শিল্পী সাধন ঘোষ। অপরদিকে ২০২০ সালের প্রবন্ধসাহিত্য সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ পুরস্কার পেয়েছেন রফিক কায়সার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার শাহরিয়ার কবির এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন জুলফিকার মতিন।
আগামী শনিবার (২৬ ডিসেম্বর) বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।আজ সোমবার (২১ ডিসেম্বর) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলা৭১নিউজ/সর