কবি হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একাডেমি প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। এখানে বাংলা একাডেমির ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির নজরুল মঞ্চে তার শেষ শ্রদ্ধানুষ্ঠান হচ্ছে।
মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমাগার থেকে বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ।
এর আগে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। হাবীবুল্লাহ সিরাজী ক্লোন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বাংলা৭১নিউজ/এমএস