বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১৬ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে ভারত কখনো তাদের মাটিতে বাংলাদেশকে টেস্ট খেলতে আমন্ত্রণ জানায়নি।
কিন্তু চলতি বছর ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলার সূচি চূড়ান্ত। ভারতের হায়দরাবাদে ফেব্রুয়ারি মাসের ৮-১২ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টটি।
কিন্তু আজ রোববার এই টেস্ট আয়োজনে অপারগতা প্রকাশ করেছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। পাশাপাশি তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ইংল্যান্ড ও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট ম্যাচ আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে।
তবে এই অপরাগত প্রকাশের মূল কারণ অর্থ। ভারত-বাংলাদেশের টেস্ট আয়োজন করার মতো পর্যান্ত তহবিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নেই। সে কারণেই তারা বিসিসিআইয়ের কাছে অপরাগতা প্রকাশ করেছে।
ভারত-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ আয়োজন করতে অপারগতা প্রকাশ করেছে তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফেব্রুয়ারি মাসের ১৩-১৬ ও ২১-২৪ তারিখ এই ম্যাচ হওয়ার কথা রয়েছে।
তবে বিসিসিআই চাইলেই সহসা অর্থ দিয়ে হায়দরাবাদকে সহায়তা করতে পারবে না। বিসিসিআইয়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। বিসিসিআইয়ের দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে গেল বছর লোধা কমিশন গঠন করা হয়। তাদের রিপোর্টে বলা হয় বিসিসিআই কিছু কিছু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে প্রয়োজনের অতিরিক্ত অর্থ দিয়েছে। আবার কিছু কিছু ক্রিকেট অ্যাসোসিয়েশন কানাকড়িও পায়নি।
তথ্যসূত্র : দ্য হিন্দু.কম