বাংলা৭১নিউজ, ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
অর্থমন্ত্রী আজ তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, ১৫ থেকে ২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন-সদস্যের তদন্ত কমিটি আজ সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে তার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন।
তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ব্যাংকিং বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই তাদের প্রতিবেদন পেশ করেছে।
অর্থমন্ত্রী এই প্রতিবেদন সম্পর্কে কোন ধরনের মন্তব্য করতে রাজী হননি। তিনি বলেন, প্রতিবেদনটি বিস্তারিত পড়ার পর তিনি এ সম্পর্কে জানাবেন।
বাংলা৭১নিউজ/এএম