বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-৫ এর অতিরিক্ত পরিচালক মো. ওবায়েদ উল্যা চৌধুরী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
ওবায়েদ উল্যা ১৯৯৯ সালের ২৪ মার্চ সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। পরবর্তী সময়ে ব্যাংক পরিদর্শন বিভাগ-১ (সরকারি ব্যাংক উপবিভাগ), অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ (বেসরকারি ব্যাংক উপ-বিভাগ) ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৫ এ অতিরিক্ত পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ইক্যুইটি অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ফান্ড ইউনিট এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে প্রেষণে প্রায় আট বছর দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে ব্যাংক ম্যানেজমেন্টের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।
১৯৬৮ সালের ১ অক্টোবর নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় জন্ম নেওয়া এই কর্মকর্তা এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।
বাংলা৭১নিউজ/এসএইচ