বাংলা৭১নিউজ,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের দু’টি টয়লেটে পাওয়া গেছে প্রায় সাড়ে ২৩ কেজি ওজনের ২০০টি স্বর্ণের বার। আজ সকালে শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশে বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি সকাল ৬টা ৫ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসে। আমাদের কাছে ওই বিমানে স্বর্ণের চালান থাকার গোপন সংবাদ ছিল। ফলে সকাল থেকে আমরা বিমানবন্দরে অবস্থান করি। তিনি বলেন, বিমান থেকে যাত্রী ও ক্রুরা নামার সময় কঠোর নজরদারি করা হয়।এরপর বিমানে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বিমানের সামনের দিকে দুটি টয়লেটে বিশেষ কৌশলে রাখা ১২টি প্যাকেটে ২০০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।