ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরী বলেছেন, গত ৫ আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার থেকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেনি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এক্ষেত্রে বিএসএফকে সহযোগিতা করছে।
শনিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ-এর ৬০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলজিৎ সিং চৌধুরী বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশ থেকে যারাই ভারতে এসেছে, তারা বৈধ ভিসা নিয়েই সীমান্ত পার করেছে। প্রাথমিকভাবে সীমান্তে অনেকেই ভিড় করেছিল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার জন্যে। তবে বিএসএফের তৎপরতা এবং বিজিবির সঙ্গে আমাদের বোঝাপড়ার জন্যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঘটেনি।”
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক আরো বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্তের মাত্র ৮০০ কিলোমিটার এখনও বেড়াহীন, মূলত অ-সম্ভাব্যতা বা নদীগর্ভ এলাকার কারণে। তবে তা সত্ত্বেও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে সুরক্ষিত। পশ্চিম সীমান্তেও খুব সামান্য অংশ বেড়াবহীন।”
বিএসএফের ‘দৃঢ় এবং দুর্ভেদ্য সীমান্ত ব্যবস্থাপনা’কে কৃতিত্ব দিয়ে দলজিৎ সিং চৌধুরী জানান, গত বছর থেকে পূর্ব সীমান্ত এবং পশ্চিম সীমান্তে মাদকদ্রব্য আটক অর্ধেকে নেমে এসেছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত বছর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাজারীবাগে বিএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বেধনী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন, পূর্ব এবং পশ্চিম উভয় দিকের আন্তর্জাতিক সীমান্ত দুই বছরের মধ্যে সম্পূর্ণভাবে বেড়া দেওয়া হবে। এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে আগামীকাল রবিবার ভাষণ দেবেন অমিত শাহ। বাংলাদেশে অস্থিরতার পর থেকে সীমান্তে আরও কড়া হয়েছে বিএসএফ।
বাংলা৭১নিউজ/এসএইচ