কাতারের বিপক্ষে ম্যাচটি ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। করোনার কারণে মাঠে বসে খেলা দেখতে না পারলেও প্রিয় বাংলাদেশ ফুটবল দল কাতার খেলতে এসেছে এতেই আনন্দিত প্রবাসীরা।
আগামী ৪ ডিসেম্বর বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। তাই ম্যাচটি ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।
ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে ততই আগ্রহ বেড়ে চলেছে সবার মাঝে। ফুটবল দলকে শুভকামনা জানানোর পাশাপাশি জয়ের ব্যাপারে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে, করোনা পরিস্থিতির মধ্যেই জামাল ভুঁইয়ারা, কাতার খেলতে এসেছে শুনে, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আনন্দিত। ম্যাচটিতে বাংলাদেশ জয়লাভ করবে এমন প্রত্যাশা কমিউনিটি নেতাদের।
প্রবাসী গীতিকার ও কাতার কমিউনিটি নেতা জসীম উদ্দিন আকাশ বলেন, ‘মহামারি করোনার মধ্যেও বাংলাদেশ দল এখানে এসেছে এটি অত্যন্ত আনন্দের। আশা রাখি বাংলাদেশ দল ভালো খেলবে।’
বাংলাদেশ থেকে র্যাঙ্কিং ও শক্তিতে এগিয়ে থাকা ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে জমজমাট প্রাণবন্ত একটি ম্যাচ উপহার দিবে বাংলাদেশ এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।
বাংলা৭১নিউজ/এএম