সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

বাংলাদেশে হিন্দুদের ‘চিড়’ ধরা মনোবল ফেরাতে হবে: বিবিসিকে বিজেপি নেতা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩১ মে, ২০১৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
ফ্রেব্রয়ারিতে পঞ্চগড়ে হিন্দু পুরোহিতকে হত্যার পর স্বজনদের আহাজারি

বাংলা৭১নিউজ, ঢাকা: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন, বাংলাদেশে হিন্দুদের মনোবলে যে ‘চিড়’ ধরেছে সেটিকে ফিরিয়ে আনতে হবে।

বর্তমানে বাংলাদেশ সফররত বিজেপির একটি প্রতিনিধি দলের সদস্য অরুন হালদার বলেছেন, ‘বাংলাদেশের বহু হিন্দু তাদের বলেছে যে দেশটিতে তারা নিরাপদ বোধ করছে না।’ তিনি বলেন, ‘দেশে ফিরে বাংলাদেশের হিন্দুদের এই মনোভাব তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তুলে ধরবেন।’

বাংলাদেশের মাদারীপুর জেলায় একটি সংগঠনের আমন্ত্রণে ‘আন্তর্জাতিক সনাতন ধর্ম সম্মেলনে’ যোগ দিতে এই দলটি কয়েকদিন আগে বাংলাদেশে আসে।

যে তিনজন রাজনীতিবিদ এই দলে রয়েছেন তাদের একজন হচ্ছেন বিজেপির’র ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুণ হালদার।

বাকি দুইজনের একজন হচ্ছেন বিজেপির সমমনা রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার সভাপতি রামদাস আতোয়াল এবং অন্যজন পশ্চিমবঙ্গ বিজেপি’র নেতা সুরেশ পুজারী।

বাংলাদেশের সরকারি সূত্রগুলো বলছে, ‘ভারতীয় এই দলটির সফর সরকারী পর্যায়ের কোনো সফর নয়। কিন্তু তারপরেও তারা যে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে সে বিষয়ে সরকার অবহিত। দলটি মাদারীপুর ছাড়াও ঝালকাঠি, পটুয়াখালি এবং চট্টগ্রাম সফর করেছে।

143602_1

মঙ্গলবার ঢাকায় হালদার বলেন, ‘(মাদারীপুরের) সম্মেলন থেকে আওয়াজ উঠেছে যে হয় আমাদের সুরক্ষার-নিরাপত্তার ব্যবস্থা করা হোক, না হলে আমরা এখান থেকে দলে-দলে সব পশ্চিমবঙ্গে চলে যাব।’

হালদার বলেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর ‘আক্রমন এবং নির্যাতনের’ বিষয় নিয়ে ভারত সরকার চিন্তিত।

তবে এ নিয়ে সরকারকে দায়ি করেননি তিনি। বিজেপির এই নেতা বরঞ্চ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উপর তাদের সম্পূর্ণ আস্থা আছে।’

‘আওয়ামী লীগ সরকার সবসময় হিন্দুদের স্বার্থ সুরক্ষা করে থাকে। এটা সারা জায়গায় তথা আমাদের ভারতবর্ষেও এ খবর প্রচলিত আছে।’

তাহলে হিন্দুদের ‘অনিরাপদ’ বোধ করার যে অভিযোগ, সেজন্য কে দায়ী?

এই প্রশ্নে অরুন হালদার বলেন, ‘যারা জঙ্গিদের মদদ দেয় তারা হিন্দুদের উপর আক্রমন চালিয়ে আওয়ামী লীগ সরকারকে ‘বদনাম কারার’ চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘ঢাকার ভারতীয় দূতাবাদ থেকে তাদের এই তথ্য দেওয়া হয়েছে।’

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে বিজেপির নেতার বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ।’

তিনি বলেন, ‘দলীয়ভাবে আমরা ধর্মনিরপেক্ষ যেমন, কিংবা সরকারের দিকে যদি তাকান দেখবেন সেখানে সংখ্যালঘুদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। চাকুরী বলুন কিংবা অন্যান্য জায়গাতেই বলুন, সব জায়গাতেই।’

বাংলা৭১নিউজ/সূত্র:বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com