বাংলা৭১নিউজ,ঢাকা: নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ র্যালি থেকে ব্যাপক সহিংসতার আশঙ্কায় বাংলাদেশ থাকা দেশটির নাগরিকদের ফের সতর্ক করেছে বৃটেন।
সাম্প্রতিক সময়ে নির্বাচনী সভা-সমাবেশে বাধাবিঘ্নসহ মাঠ পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নতুন করে আজ সতর্কবার্তা জারি করেছে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস।
নিজ দেশের নাগরিকদের উদ্দেশে তারা বলছে, ৩০শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ওই নির্বাচনের প্রচার-প্রচারণার মেয়াদ আগামী ২৯শে ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ ও র্যালির সঙ্গে বিস্তৃত পরিসরে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা যুক্ত রয়েছে।
এ অবস্থায় বৃটিশ নাগরিকদের রাজনৈতিক সভা-সমাবেশ র্যালিসহ বড় জনসমাগম স্থান এড়িয়ে চলতে উপদেশ দেয়া হল।
বাংলা৭১নিউজ/এসএইচ