সোমবার, ০৬ মে ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

বাংলাদেশে নিরাপত্তা শঙ্কায় ইংল্যান্ড অধিনায়ক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
  • ১০৬ বার পড়া হয়েছে
ইয়ান মরগান

বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইংল্যান্ডের সীমিত পরিসরের অধিনায়ক ইয়ান মরগান। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের।

কিন্তু ঢাকার গুলশানে একটি ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ সফর নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শুক্রবারের হামলার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করে সফরের কথা বিবেচনা করবে তারা।

এদিকে অধিনায়ক ইয়ান মরগান সোমবার গণমাধ্যমকে বলেন, ‘আমি মনে করি এ মুহূর্তে নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা রয়েছে। আমরা সব সময় বোর্ডের সিদ্ধান্ত অনুসরণ করি। তারা প্রতিবেদন তৈরি করে, নিজস্ব প্রতিনিধি প্রেরণ করে জায়গাটি নিরাপদ কি না, তা বের করে। এরপর খেলোয়াড়দের মত গ্রহণ করে। তবে এ মুহূর্তে নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা রয়েছে।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মনে করেন ইংল্যান্ড সফরে নিরাপত্তা নিয়ে কোনো ত্রুটি থাকবে না। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে ইংলিশ দলটিকে। নাজমুল হাসান পাপন বলেছেন,‘প্যারিসে আক্রমণের পর কিন্তু ওখানে খেলা বন্ধ হয়ে যায়নি। খেলা তার নিজস্ব গতিতেই চলবে বলে আমি বিশ্বাস করি। এ ছাড়া ইংল্যান্ড সিরিজ হতে এখনো তিন মাস বাকি। এই লম্বা সময়ে বাংলাদেশের এই পরিস্থিতি থাকবে না। তারপরও আমরা রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

এদিকে ইংল্যান্ডের অধিনায়ক নিরপেক্ষ কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। মরগান বলেন, ‘আমি মনে করি এটা হতে পারে। তাহলে সফরে কোনো বাধা থাকবে না।’

প্রসঙ্গত এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তা শঙ্কায় গত বছর বাংলাদেশ সফর স্থগিত করে। একই কারণে চলতি বছর অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বয়কট করে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com