শনিবার, ২৫ মে ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘শাহাদাত’ নামে নতুন গ্রুপ করে সদস্য সংগ্রহ করছিল আনসার আল ইসলাম নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি শুরু, সাগর উত্তাল আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রতিমন্ত্রী সিমিন রোববার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না টাঙ্গাইল এবং গাজীপুরের যেসব এলাকায় লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতি হারুনের নেতৃত্বে এমপি আনারের খুনের তদন্তে ভারত যাবে ডিবি দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের দাবি এইচআরপিবির টাঙ্গাইলে লরির সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক-হেলপার নিহত কুমিল্লার লালমাইতে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন এমপি আনোয়ারুলের মরদেহ ঘিরে ‘মদের’ আসর বসায় হত্যাকারীরা কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন অনসূয়া সেনগুপ্ত মধ্যরাতে জারি হতে পারে মহাবিপৎ সংকেত: প্রতিমন্ত্রী বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নেবে গভীর নিম্নচাপ, উত্তাল সাগর পাপুয়া নিউগিনির ভূমিধসে নিহত বেড়ে ৩ শতাধিক যুবসমাজকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে: প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণে ৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা নেই যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর

বাংলাদেশে ঢুকে বাড়ি ভাঙচুর করলেন ‘মাতাল’ ৩ বিএসএফ সদস্য

লালমনিরহাট প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৮৯৩নং মেইন পিলারের ৭ এস এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে একটি বসতবাড়িতে ভাঙচুর চালিয়েছে। পরে ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দুই নারী আহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিঙ্গীমারী পকেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মনোয়ারা বেগম (৪৫) ও রেনু বেওয়া (৫৫)। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিএসএফের ককটেল বিস্ফোরণের ঘটনায় ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিঙ্গীমারী ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪৭ বিএসএফর ফুলবাড়ী ক্যাম্পের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা ওই এলাকায় নুরল হক পরীর ছেলে আয়নাল হকের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির দরজা ও ঘরের বেড়া ভাঙচুর করে। এ সময় আতঙ্কিত হয়ে পালাতে গেলে আয়নাল হকের মা মনোয়ারা বেগম (৪৫) ও শাশুড়ি রেনু বেওয়া (৫৫) আহত হন।

নুরল হক পরী (৬০) বলেন, ভারতীয় তিন বিএসএফ সদস্য মাতাল অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে আমাদের ঘরবাড়িতে হামলা চালায়। এ সময় বাংলাদেশিরা তাদের ধাওয়া করলে তারা দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিঙ্গীমারী ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার বিএসএফকে লিখিত প্রতিবাদ জানিয়েছি।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান মো. শাহরিয়ার মাহমুদ জানান, এ বিষয়ে বুধবার সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com