বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো : কক্সবাজার শহরতলীর ইমাম মুসলিম ইসলামিক সেন্টারের বার্ষিক মাহফিলে দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত আরবী সাহিত্যিক আল্লামা সোলতান যাওক নদবী বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর আজ অত্যাচার চলছে। অত্যাচার যতই আসুক ইসলামের বিজয় কিন্তু ততই সন্নিকটে। বাংলাদেশেও ইসলামের বিজয় দূরে নয়।
তিনি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বাতিলের মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ড. আ ফ ম খালেদ হোছাইন বলেন, দেশে মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। তিন প্রজন্ম পর্যন্ত দেশে মাদরাসা শিক্ষা না থাকলে গোটা দেশ নাস্তক্যবাদে ভরে যাবে। সন্ত্রাসী, জঙ্গীবাদী ও মাদক ব্যবসায়ীদের কেউই মাদরাসা ছাত্র নয়। তাই দেশের উন্নয়ন অগ্রগতিতে মাদরাসা শিক্ষার প্রভাব অপরিসীম।গতকাল কক্সবাজার শহরতলীর ইমাম মুসলিম ইসলামিক সেন্টারের বার্ষিক মাহফিলে ড.খালেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাতিলরা এখন কিছু ভন্ত আলেমদের ক্রয় করে মুসলিম সমাজে যারা বিবেধ সৃষ্টির চেষ্টা করছে। এদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।
প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ফুরকান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে ড.খালেদ বলেন, বাংলাদেশের সমাজে মাদরাসা শিক্ষার এই প্রভাব আজ নাসস্তক্ষবাদীরা সইতে পারছে না।
মাহফিলে আরো বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা ওবাইদুল্লাহ হামজা, মাওলানা আব্দু জলিল কাউকব, মাওলানা হমায়ুন কবির খালবী ও মাওলানা সৈয়দ আলম আরমানী। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা
প্রখ্যাত আলেমে দীন হাফেজ সালাহুল ইসলাম মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/জেএস