বাংলা৭১নিউজ, ডেস্ক: গুলশানে ভয়াবহ হামলার পর বাংলাদেশ সফর বাতিল করার আলোচনা করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
দেশটির বোর্ড প্রধানের বরাত দিয়ে এ কথা জানিয়েছে এএফপি।
শুক্রবার গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় ১৭জন বিদেশিসহ মোট ২০ জন বেসামরিক মানুষ নিহত হন। এছাড়া উদ্ধার অভিযানের আগে প্রাণ হারান পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।
ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। মাসব্যাপী এই সফরে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট খেলার কথা।
কিন্তু ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড জানাচ্ছে, তারা ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ সফর বাতিল করবে।
‘ইসিবির কাছে খেলোয়াড়দের নিরাপত্তাই সবার আগে। উপমহাদেশীয় সফরগুলোতে এই বিষয়গুলো সবার আগে বিবেচনা করা হয়।’ বলেন ইসিবির একজন মুখপাত্র।
‘আমরা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতিতে নজর রাখবো। দূতাবাসের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখা হবে।’ বলেন ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/সিএইস