বাংলা৭১নিউজ, ঢাকা: সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে সোনাজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন বাংলাদেশে আসছেন।
মার্গারিটার বাবা বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুন মেয়েকে নিয়ে দেশে আসবেন বলে রবিবার পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে এ তথ্য জানান।
মো. শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে লিখেছেন, ইউরোপিয়ান চ্যম্পিায়নশিপ জেতার ২ দিন পরে গতবছর এই সময়ে তাদের সম্মানে নৈশ্যভোজের আয়োজন করেছিলাম মস্কোর অদূরে। মামুন ভাই কথা দিয়েছেন অলিম্পিকের পরে মেয়েকে নিয়ে বাংলাদেশে আসবেন। তখন ‘বাংলার বাঘীনি’র জন্য ফুলের তোড়াটা নিশ্চয় আরো অনেক বড় হবে।
তিনি আরো লিখেছেন, মার্গারিটা মামুন রিদমিক জিমন্যাস্টিকসে প্রথম হয়ে স্বর্ণ জিতেছেন! তত্ত্বাবধায়ক সরকারের সময় তার পিতা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে যোগাযোগ করেছিল তার মেয়েকে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করানোর জন্য, কিন্তু তখনকার প্রশাসন আগ্রহ প্রকাশ করেনি। যাইহোক তবুও আমরা তার এই অর্জনে আনন্দিত তো হতেই পারি।
রিদমিক জিমন্যাস্টিক্সের একক অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতেছেন রাজশাহীর এই মেয়ে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি ইয়ানা কুদ্রিভাতসেভাকে পেছনে ফেলে সর্বমোট ৭৬.৪৮৩ স্কোর করে সোনা জয় করেন মার্গারিটা।
মস্কোতে জন্ম নেওয়া মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন বাংলাদেশি। আর তার মা আনা সাবেক রিদমিক জিমন্যাস্ট। জুনিয়র লেভেল থেকেই বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া মার্গারিটা রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডের মালিক।
বাংলা৭১নিউজ/সিএইস