শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশে আইএস আল-কায়েদার নামে কারা?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
গত এক বছরে অন্তত ৬টি হত্যাকাণ্ডে আলকায়েদা এবং ১৩টিতে আইএস দায় নিয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিককালে একের পর এক খুনের পর দায় স্বীকার করছে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আইএস এবং আনসার আল ইসলাম নামে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস।

২০১৫ সালে ইতালীয় নাগরিক হত্যার পর প্রথম আইএস দায়িত্ব স্বীকার করে। একই বছর লেখক অভিজিৎ রায় হত্যার পর আল কায়েদার প্রথম দায়িত্ব নেয়।
হিসেব করে দেখা যায় গত এক বছরে অন্তত ৬টি হত্যাকাণ্ডে আলকায়েদা এবং ১৩টিতে আইএস দায় নিয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে আইএস এবং আল কায়েদার কোনো অস্তিত্ব এদেশে নেই।জেএমবি কোনো ঘটনা ঘটালে আইএস দাবি করছে আর আনসারুল্লাহ বাংলা টিম কোনো হত্যা করলে আল কায়েদা দায় স্বীকার করছে।

র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলছেন, প্রমানাদি পর্যালোচনা ও ফরেনসিক করে সংস্থাটি কোনো আন্তর্জাতিক লিংক পায়নি

র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলছেন, প্রমানাদি পর্যালোচনা ও ফরেনসিক করে সংস্থাটি কোনো আন্তর্জাতিক লিংক পায়নি

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, “আমরা প্রায় দেড়শ জন গ্রেপ্তার করেছি এর মধ্যে ৪৯ জনের মতো অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং ইন্টারভিউ করে, তদন্ত করে, তাদের ডকুমেন্ট এবং অন্যান্য এভিডেন্স পর্যালোচনা করে ফরেনসিক করে কিছু করেই কিন্তু আমরা এ ধরনের কোনো লিংক পাই নাই।”
বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গী সংগঠনের অস্তিত্বের প্রশ্নে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারলে এম সাখাওয়াত হোসেন বলেন- “এখন এখানে যদি বলা হয় যে আইএস ঘাঁটি গেড়েছে! আমি বলবো যে না। কিন্তু প্রয়াস আছে। আল-কায়েদা? ইয়েস, তাদের একটা সমর্থক কিছু গোষ্ঠী এখানে আছে”।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলছেন, এখানে আইএস এবং আল-কায়েদার একটা সমর্থক গোষ্ঠী এখানে আছে

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলছেন, এখানে আইএস এবং আল-কায়েদার একটা সমর্থক গোষ্ঠী এখানে আছে

প্রতিটি হামলার পর মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিজস্ব ওয়েব সাইটে দায় স্বীকার করতে দেখা যায়। বাংলাদেশে এসব হামলা এবং জঙ্গী তৎপরতা যারা পর্যবেক্ষণ করছেন তাদের কাছেও এসব দাবির ভিত্তি স্পষ্ট নয়।
নিরাপত্তা বিশ্লেষক ড. আব্দুর রব খানের মতে দাবি যেই করুক বিষয়টি আশঙ্কার কারণ হত্যাকাণ্ড বাড়ছে।
“তারা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটাকে এখন জেএমবি, আনসার আল ইসলাম এবং আনসারুল্লাহ বাংলা টিম যে কেউ বলতে পারে যে এটা আমাদের ক্লেইম।
এই যে দাবিগুলো আমার কাছে মনে হয় অর্থহীনভাবে করতেছে। দেখা যাচ্ছে তাদের হত্যার ধরন এবং টার্গেট মোটামুটি সিমিলার”।

নিরাপত্তা বিশ্লেষক ড. আব্দুর রব খানের মতে দাবি যেই করুক বিষয়টি আশঙ্কার

নিরাপত্তা বিশ্লেষক ড. আব্দুর রব খানের মতে দাবি যেই করুক বিষয়টি আশঙ্কার

বাংলাদেশে গত এক মাসে বেশকয়েকটি খুনের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে।
এসব হামলা থামানো যাচ্ছে না কেন এ প্রশ্নে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, “নতুন নতুন অ্যাপস দিয়ে কে কাকে কোন মেসেজটা দেয়, কিভাবে কী করে সেটাকি কন্ট্রোল করা সম্ভব নাকি?
কয়দিন আগে এফবিআইয়ের সঙ্গে বসছিলাম আমরা আমেরিকা থেকে এক্সপার্ট আসছিলো তাদেরকে আমি বলছি তারাও অপারগ। তারা বলে যে এগুলো কন্ট্রোল করা আমাদের দ্বারা সম্ভব না। কেউ পারে না”।
বাংলাদেশে আল কায়েদা বা আইএস আছে কি নেই এ বিতর্কের মাঝেই এ অঞ্চলে ঘাঁটি গড়ে তোলার ঘোষণা পাওয়া যাচ্ছে। আইএস এর মুখপত্র দাবিক ম্যাগাজিন বাংলায় অনুবাদ হচ্ছে।

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক

যেখানে আইএস আমীর নিয়োগ করে বাংলাদেশে তৎপরতার সুষ্পষ্ট ঘোষণা দিয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরে আটক বাংলাদেশিদের তথ্যেও আইএসে যোগ দেয়া এবং বাংলাদেশে হামলার পরিকল্পনার কথা জানা যাচ্ছে।
ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন এদেশে সবকিছু নিয়ে রাজনীতি হয়।
“যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে ধরছে লোকে বিশ্বাস করছে না। আইএস একটা পতাকা ওড়াবে না আল-কায়েদা একটা পতাকা ওড়াচ্ছেনা সঠিক।
কিন্তু তাদেরকে ফলো করার মতো অর্গানাইজেশন আছে সেগুলো মোটামুটি ধরা ছোয়ার বাইরে থাকছে যেহেতু এই দেশে রাজনৈতিক বিশাল সংঘাতের ক্ষেত্র আছে বাদানুবাদের জায়গা আছে”।

দাবিক ম্যাগাজিনের একটি সংখ্যার প্রচ্ছদ

দাবিক ম্যাগাজিনের একটি সংখ্যার প্রচ্ছদ

আরেকটি বিষয় লক্ষ্যণীয় যে প্রতিটি হত্যাকাণ্ডের পর ভিকটিমকে ইসলামের দৃষ্টিতে দোষী বানানোর চেষ্টা হয়।
ফেইসবুক টুইটারে খুনের সমর্থনের ব্যাপক প্রকাশ দেখা যায়।

ঢাকার বাইরে একটি গ্রামের বাজারে চায়ের দোকানে বসে সাদ্দাম বলেন “আমি মুসলমান আমার সামনে কেউ যদি ইসলামের খারাপ কিছু বলে আমার ভাল লাগবে না। তবে মারাডা ঠিক হয়নি”। বাজারে ক্যারম খেলছিলেন আরিফ তিনি বলেন, “বলতেছে যে ধর্ম নিয়ে খুন কিন্তু এগুলো কিছুই না সব রাজনীতি”।

বাংলা৭১নিউজ/বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com