বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশে অবস্থানকারী সব ভারতীয় নাগরিককে ঢাকার দেশটির হাইকমিশনে নাম নিবন্ধন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনের নিজস্ব ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি নিবন্ধন ফর্ম আছে। সেই ফরমটি পূরণ করে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
ওয়েবসাইটের লিংকে নিবন্ধন ফরমটি পাওয়া যাবে।
গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। এদের মধ্যে এক ভারতীয় নাগরিক ছিলেন।
এ ছাড়া ইতালীয় ছিলেন ৯ জন এবং জাপানের নাগরিক ছিলেন ৭ জন। অন্য তিনজনের মধ্যে দুজন বাংলাদেশি ও একজন মার্কিন নাগরিক।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।
এ ঘটনার এক সপ্তাহের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতের পাশে জঙ্গিরা হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হন।
এ সব ঘটনার পরই ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে দেশটির নাগরিকদের নিবন্ধন করার পরামর্শ দেওয়া হল।
বাংলা৭১নিউজ/সূত্র:ইউএনবি