বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশের নিরাপত্তাকে বিশ্বসেরা বলে অ্যাখায়িত করলেন ইংল্যান্ডের বাঁ-হাতি ব্যাটসম্যান মঈন আলী। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মঈন। সিরিজের প্রথম দু’টি ওয়ানডে ঢাকায় শেষ করে তৃতীয় ওয়ানডের জন্য বর্তমানে চট্টগ্রামে আছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল। ঢাকার পর চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা দেখে মুগ্ধ মঈন। তাই বাধ্য হয়েই বাংলাদেশের নিরাপত্তাকে বিশ্বসেরা বললেন তিনি।
নিরাপত্তার অজুহাত দিয়ে বাংলাদেশ সফরে আসা নিয়ে শংকা তৈরি করেছিলো ইংল্যান্ডের কিছু কিছু খেলোয়াড়রা। এরমধ্যে অন্যতম হলেন- ওয়ানডে অধিনায়ক ইয়োইন মরগান। সহজ ভাষায় মরগান বলেছিলেন, ‘যেখানে নিরাপত্তা কম সেখানে জীবনের ঝুঁকি নিয়ে খেলতে যাওয়া উচিত নয়।’ শেষমেষ মরগান আসেননি, তবে দলের অন্যান্য খেলোয়াড়রা ঠিকই এসেছেন। তারপরও তাদের মনের মধ্যে কিছুটা হলেও শংকা কাজ করেছিলো।
কিন্তু সবধরনের শংকা কেটে গেল বাংলাদেশে পা দেয়া ইংল্যান্ডর ক্রিকেট দলের। সফরকারী দলের প্রতি বর্তমান সরকারের নিরাপত্তার চাদর দেখে ম্গ্ধু মঈন-বাটলাররা। ঢাকায় প্রথম দু’ওয়ানডেতে নিরাপত্তার চাদরে ঢাকা ছিলো ইংল্যান্ড দল। সেই নিরাপত্তায় সন্তুষ্ট তারা। এবার তৃতীয় ওয়ানডের জন্য চট্টগ্রামে পা দিয়ে আরও বেশি অবাক মঈন-বাটলাররা। তাই তো তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে মঈন বলেন, ‘আমি এর আগে কোনো দেশকে এত বেশি নিরাপত্তা দিতে দেখিনি। সফরে আমাদের যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা এক কথায় বিশ্বের সেরা। এখানকার দেওয়া নিরাপত্তাকে কেউ ছাড়িয়ে যেতে চাইলে তাদের খুব ভালো কিছু করতে হবে। এটা অনেক বড় একটি ব্যাপার।’
বাংলাদেশের নিরাপত্তায় এতটাই মুগ্ধ যে, বিশ্বের অন্যান্য দেশগুলোকেও এখানে সফর করার জন্য উৎসাহ দিবেন বলে জানালেন মঈন, ‘আমি সত্যিই অন্য সব দেশকে বাংলাদেশ সফরে আসার জন্য অনুপ্রাণিত করবো ও উৎসাহ দেব। এই নিরাপত্তা অসাধারণ। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এমন নিরাপত্তা ব্যবস্থা পেলে অন্য দেশ, যারা নিরাপত্তাহীনতায় ভুগছে তারাও আসতে আগ্রহী হবে।’
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা বলার পাশাপাশি তৃতীয় ওয়ানডের ব্যাপারে দলের লক্ষ্যের কথা জানালেন মঈন, ‘তৃতীয় ম্যাচে দু’দলই আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। শেষ ম্যাচে দুই দলই জ্বলে উঠবে। বাংলাদেশ ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জিতেছে। আমরা যে কোনও মূল্যে তাদের হারাতে চাই। আমি জানি, আমাদের খেলোয়াড়রা বিশেষ করে আমাদের অধিনায়ক এই ম্যাচটি যে কোনওভাবেই জিততে চাইবেন।’
বাংলা৭১নিউজ/এন