বাংলা৭১নিউজ, ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে তর্ক-বিতর্ক কম হয়নি। বাংলাদেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে সফরে আসবেন না দেশটির ওডিআই দলনেতা ইয়ন মরগানও। কিন্তু নিন্দুকদের পাশ কাটিয়ে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা বললেন দলে ডাক পাওয়া তরুণ ক্রিকেটার আনসারি।
পাকিস্তানি বংশোদ্ভূত আনসারি বাংলাদেশের চেয়ে পাকিস্তানকে ভয়ঙ্কর মনে করছেন। ‘বাংলাদেশের নিরাপত্তা ভালো। আমাদের নিরাপত্তা দল পর্যবেক্ষণ করেছে। আমার বাবা-মা পাকিস্তানে থেকেছেন। যেটি বাংলাদেশের চেয়েও ভয়ঙ্কর।’
বিশ্বের কোনো জায়গাই সম্পূর্ণ নিরাপদ নয় উল্লেখ করে আনসারি বলেন, ‘কোনো দেশই পূর্ণ নিরাপদ নয়। তবে আমি বাংলাদেশ সফর করতে পেরে খুশি।’
জাতীয় দলে ফিরে ভালো কিছুই করতে চান আনসারি। অনেক দিন পর দলে সুযোগ পেয়েছি। ভালো কিছু করতে চাই। বোলিংয়ে স্বস্তি বোধ করছি।’
তিন ম্যাচ ওডিআই ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৭ ও ৯ অক্টোবর ওডিআই সিরিজের প্রথম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
১২ অক্টোবর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর একটায়। চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। এটি শুরু হবে ২০ অক্টোবর। ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শেষ টেস্ট ম্যাচটি। দুইটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
বাংলা৭১নিউজ/সিএইস