পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের উন্নয়নে তুরস্ক পাশে থাকতে চায় এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ককে পাশে চায় বাংলাদেশ।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বুধবার দুপুরে বাংলাদেশ-তুরস্ক দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভোলস্কির মধ্যে একান্ত বৈঠক শেষে পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা। বৈঠকে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা হয় রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়েও।
তুরস্ক এদেশে এলপিজি গ্যাস, হাসপাতালে বিনিয়োগ এবং আইটি প্রযুক্তিতে এক সাথে কাজ করার আগ্রহ জানিয়েছে।এ কে মোমেন জানান, কোভিডের জটিল সময়ে বাংলাদেশ মেডিকেল বিষয়ে বিশেষ করে ওষুধ ও মেডিকেল যন্ত্রপাতির বিষয়ে একসাথে কাজ করতে চায়। রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ককে পাশে চায় বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/এআরকে