সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন কি শুধু সরকারি কর্মচারীদের কারণে?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এসংক্রান্ত শর্তগুলো পূরণ করায় জাতিসংঘ এই স্বীকৃতি দেয়।

তবে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির জন্যে বাংলাদেশকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রাথমিক স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আজ শোভাযাত্রার মাধ্যমে তা উদযাপন করেছেন। এবং আগামী সাতদিন ধরে এই উৎসব চলবে বলে কর্মকর্তারা বলছেন।

কিন্তু বাংলাদেশের এই অর্জন কি শুধু সরকারি কর্মচারীদের কল্যাণে হয়েছে?

রাজধানী ঢাকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শোভাযাত্রায় বাদ্য-দলের বাজনা এবং দেশের গান বাজাতে যেমন দেখা যায়, তেমনি তারা ব্যবহার করেছেন রঙ-বেরঙের ব্যানারও।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মনোমুগ্ধকর অনুষ্ঠান। ছবি : ফোকাস বাংলা।

 

সরকারের ৬৭টি মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা দুপুরে জড়ো হন নগরীর নয়টি পয়েন্টে।

এই পয়েন্টগুলো থেকে বর্ণিল শোভাযাত্রা নিয়ে তারা যান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মনে করেন, বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের যে স্বীকৃতি পেয়েছে, তার পিছনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় অবদান রয়েছে। সেকারণে আনন্দ ভাগাভাগি করতে তারা শোভাযাত্রায় শরিক হয়েছেন।

তবে বিশ্লেষকরা মনে করছেন, এই অর্জনের পেছনে দেশের কৃষকেরও বড় ভূমিকা রয়েছে।

এর সাথে সামাজিক অন্যান্য খাত এবং বেসরকারি উদ্যোক্তা ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অবদানও কম নয়। ফলে কারও অবদানকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেছেন, “এটি ধারাবাহিক অর্জন। যারা উন্নয়ন কাজ করেছেন বা বিনিয়োগ করেছেন, তারা যেমন আছেন, তেমনি কৃষক বা সাধারণ মানুষ যারা উৎপাদন করেন, তাদের কারণে অর্থনৈতিক সূচকগুলোতে আমরা ভাল করেছি।”

বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি খাতেরও রয়েছে বড় ভূমিকা। (ফাইল ছবি)

“শিক্ষা-স্বাস্থ্য খাতে কর্মরত এবং ক্ষুদ্র ঋণদাতাদের কারণে মানব সম্পদ উন্নয়ন সূচকও ভাল হয়েছে। উদ্যোক্তারা জাতীয় আয় প্রবৃদ্ধিতে অবদান রেখেছেন। ফলে সবমিলিয়ে এটি জাতির সবার অর্জন,” বলেন তিনি।

অবশ্য শোভাযাত্রায় অংশ নেয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকে বলেছেন, তাদের সাথে এই শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ হলে এই উদযাপন আরো পূর্ণতা পেত।

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বলেছেন, সাত দিন ধরে এই উদযাপনের নানা অনুষ্ঠান থাকছে। এসব অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের অংশ নেয়ার সুযোগ রয়েছে বলে তারা দাবি করেছেন।

বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:বিবিসি বাংলা/ এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com