বাংলা৭১নিউজ,ঢাকা:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাণিজ্যিক ফ্লাইট বাতিল করায় দেশে আটকেপড়া সৌদি আরবে কর্মরতদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করা নেই। অনেকের চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে। আবার বাংলাদেশি পাসপোর্টে থাকা রোহিঙ্গাদেরও ফেরত দিতে চায় সরকার।
সৌদির বাণিজ্যিক ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশে আসা সৌদিতে কর্মরতদের না যেতে পারার কারণ জানতে চাইতে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, সৌদি আরব জানিয়েছে, বাংলাদেশি পাসপোর্টে ৫৪ হাজার রোহিঙ্গা সৌদিতে আছে। তাদের সেখান থেকে ফেরত পাঠানোর পর যারা বাংলাদেশে এসে আটকা পড়েছে, তাদের নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
বাংলা৭১নিউজ/এবি