বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব ইসমাইল

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দেবে জাপান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

দুই প্রকল্পে বাংলাদেশকে ২৪ কোটি ৮৮ লাখ ডলার ঋণসহায়তা দেবে জাপান সরকার। এর মধ্যে যমুনা রেলওয়ে সেতু নির্মাণে ২৩ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার এবং চট্টগ্রামের পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের জন্য ১ কোটি ১২ লাখ ডলার দেবে দেশটি।

ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস জানিয়েছে, এ বিষয়ে গতকাল সোমবার (২৫ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি-২ সভাকক্ষে দুই দেশের সরকারের মধ্যে বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি চুক্তিতে স্বাক্ষর করেন। জাপান সরকারের ৪৫তম ওডিএ লোন প্যাকেজের প্রথম ব্যাচের আওতাধীন দুই প্রকল্পের জন্য এ ঋণচুক্তি করা হয়েছে।

যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ৪ হাজার ৬৩১ কোটি ৭৬ লাখ টাকা ও জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা) ১২ হাজার ১৪৯ কোটি ২০ লাখ টাকা দেবে। প্রকল্পের বাস্তবায়নকাল ২০১৬ সালের জুলাই থেকে ২০২৫ সালে ডিসেম্বর পর্যন্ত। 

প্রকল্পটির জন্য জাপান সরকার বিভিন্ন পর্যায়ে ঋণ দিয়ে আসছে। প্রকল্পের ঋণের সুদের হার নির্মাণকাজের জন্য ১ দশমিক ৭০ শতাংশ, পরামর্শকের জন্য শূন্য দশমিক ৪০ শতাংশ, এককালীন ফি শূন্য দশমিক ২০ শতাংশ। ঋণ পরিশোধকাল ৩০ বছর। এর মধ্যে ১০ বছর গ্রেস পিরিয়ড। 

প্রকল্পে তৃতীয় ধাপে ২৩ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার ঋণের জন্য গতকাল চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

চট্টগ্রামের পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১৫২ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ৫৮১ কোটি ৫৭ লাখ টাকা ও জাইকা ৪ হাজার ১৪৪ কোটি ২৮ লাখ টাকা দেবে। প্রকল্পের বাস্তবায়নকাল ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০৩২ সালের নভেম্বর পর্যন্ত। 

প্রকল্পটির মূল লক্ষ্য হলো—চট্টগ্রাম শহরে উপযুক্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, পয়োনিষ্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্ট, পাম্পিং স্টেশন এবং পাইপলাইন ইত্যাদির মতো পয়োনিষ্কাশন সুবিধা নিশ্চিত করে স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং জলজ পরিবেশ সংরক্ষণে অবদান রাখা। 

প্রকল্পটির জন্য জাইকা বিভিন্ন পর্যায়ে ঋণ দিয়েছে। প্রকল্পে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য জাইকা ১ কোটি ১২ লাখ ডলার ঋণ দেবে। এ ঋণের (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) সুদের হার শূন্য দশমিক ২০ শতাংশ, এককালীন ফি শূন্য দশমিক ২০ শতাংশ। ঋণ পরিশোধের সময় ৩০ বছর (১০ বছর গ্রেস পিরিয়ডসহ)।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com