শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র-চীনের আলাদা স্বার্থ রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম ট্রাফিক আইন লঙ্ঘনে ২৭০৯ মামলা, ৯৮ লাখ টাকা জরিমানা রাজনীতি এখন জনকল্যাণ নয় ব্যবসা: বদিউল আলম মজুমদার কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই পলিসি করে যাবো: অর্থ উপদেষ্টা বিপ্লবে বাচ্চারা জীবন দেয়, মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা শিশু জাইফাকে দেখাশোনার কথা বলে বাসা ভাড়া নেন ফাতেমা বাংলাদেশকে বাদ রেখেই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা? সারাদেশে ২২০ স্টেডিয়াম হবে জুলাইয়ের শহীদদের নামে সারাদেশে কমবে দিন-রাতের তাপমাত্রা, পড়বে কুয়াশা পাবনায় দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ক্লাব নিয়ে পোপ ফ্রান্সিসের উদ্যোগ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগে আলোচনা হয়নি : সমাজকল্যাণ উপদেষ্টা ছেলের দেওয়া জবানবন্দির ভিত্তিতেই র‌্যাব কাজ করেছে যাবজ্জীবন সাজা এড়াতে রাজমিস্ত্রির পেশা, অবশেষে গ্রেপ্তার খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ দুই সন্তানকে গলাকেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন বাবা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ লেবাননে ইসরায়েলি হামলায় ১২ প্যারামেডিকস নিহত

বাংলাদেশকে বাদ রেখেই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা?

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ইতিহাসে এবার প্রথম অংশ নিচ্ছে না বাংলাদেশ। বিগত ৪৭ বছর ধরে কলকাতা বইমেলায় অংশ নিয়ে এসেছে বাংলাদেশ।

কিন্তু ২০২৫ সালের ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশ নিয়ে ধোঁয়াশা কাটলো না। কারণ বিদেশি বুক স্টলের তালিকায় নাম নেই বাংলাদেশের। যদিও এ বিষয় নিয়ে পরিষ্কার করে কিছুই জানায়নি পাবলিশার্স অ্যান্ড বুক সেলারস গিল্ডের সভাপতি ত্রিদিপ চট্টোপাধ্যায়।

কলকাতা বইমেলায় বিভিন্ন দেশের অংশগ্রহণ থাকলেও প্রধান আকর্ষণ থাকে বাংলাদেশ প্যাভেলিয়ানে। বাংলাদেশের সাহিত্যিক, কবিদের লেখা বই কেনার জন্য সারা বছর অপেক্ষায় থাকে কলকাতার বইপ্রেমী মানুষ।

শুক্রবার ১৫ নভেম্বর কলকাতার পার্ক হোটেলে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথম সাংবাদিক সম্মেলন হয়েছে। সেখান থেকেই আসন্ন বইমেলার থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করেছে জার্মানি। থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ নিয়ে বক্তব্য রাখেন কলকাতার জার্মান ভাইস কনসাল সিমন ক্লাইমপাস এবং কলকাতার গ্যোয়েট ইনস্টিটিউট ডিরেক্টর অ্যাস্ট্রিড ভেগে।

কিন্তু শত বক্তব্যের মাঝেও গণমাধ্যম কর্মীদের উৎসাহ ছিল বাংলাদেশ প্যাভেলিয়ন নিয়ে। থিম কান্ট্রির মোরক উন্মোচনের পরেই পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, আমরা বলতে পারবো না। বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারি নির্দেশের অপেক্ষায় রয়েছি।

যে পরিস্থিতির মধ্যে ভারত ও বাংলাদেশ রয়েছে। তাতে সরকারি কোনো নির্দেশ ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। নির্দেশ এখনো আসেনি। এছাড়াও এখনো কিছু বলা সম্ভব নয়, বাংলাদেশ অংশ নেবে কিনা।

যদিও আন্তর্জাতিক কলকাতা বইমেলায় কর্মকর্তা তথা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিপ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, এখনো সময় আছে। ফলে তারা এখনো আশাবাদী। প্রত্যেক বছরের মতো বিশাল আকারে না হলেও বাংলাদেশ এবারের অংশগ্রহণ করবে।

গিল্ডের সম্পাদক সম্পাদক সুধাংশু দেব বলেন, অবশ্যই বাংলাদেশের অভাব বোধ আমরা করছি। শুধু আমরা নই পশ্চিমবঙ্গের পাঠককুলও হতাশ হবে। বাংলাদেশ অংশ না নিলে আমাদের খারাপ লাগবে। কারণ দীর্ঘ ৪৭ বছরে কলকাতার বইমেলার ইতিহাস বাংলাদেশ নামটা জড়িয়ে রয়েছে। বাংলাদেশের অংশগ্রহণ পশ্চিমবঙ্গ পাঠকের মধ্যে বিশাল জায়গা করে নিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি যে জায়গায় এর থেকে বেশি কিছু বলতে পারছি না।

গিল্ডের সাধারণ সম্পাদকসুধাংশু দে আরও জানিয়েছে, যদিও বাংলাদেশের পরিষদ থেকে জানিয়েছিল তারা অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু আমাদের কাছে কোনো সরকারি নির্দেশ আসেনি ফলে অনেকটাই হতাশ আমরা।

২০২৫ সালের ২৮ জানুয়ারি থেকে শুরু হবে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের বইমেলাতে, ফ্রান্স, আমেরিকা, ইতালি, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, লাতিন আমেরিকার অন্যান্য দেশের বই থাকছে।

এছাড়াও প্রতি বছরের মতো ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার আসাম, ঝাড়খান্ডসহ প্রায় সবকটি রাজ্য অংশ নেবে। এবারের বইমেলায় অংশ নিচ্ছে দেশ-বিদেশ মিলিয়ে ১০৫০ জনের বেশি প্রকাশনা সংস্থা। এছাড়া থাকছে ২০০-এর বেশি লিটল ম্যাগাজিনসহ অন্যান্য আকর্ষণ।

গত বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ২৭ লাখ বইপ্রেমী মানুষ এসেছিলেন। গোটা বইমেলায় ২৩ কোটি রুপির বই বিক্রি হয়েছিল।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com