বাংলা৭১নিউজ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নানা সীমাবদ্ধতা স্বত্বেও বিপুল জনসংখ্যার খাদ্য, বাসস্থানসহ নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য-উপাত্তের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমেই সামনে এগোতে হবে।
বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এনএসডিআই বাংলাদেশে স্থাপন সংক্রান্ত এক আন্তর্জাতিক সেমিনারে তিনি বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে গড়ে তোলা হবে।
সুদূর প্রসারী পরিকল্পনা আর দীর্ঘমেয়াদে গৃহীত নানা ধরনের প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে নিম্ন-মধ্যম আয়ের দেশে। আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি খাতের পুঙ্খানুপুঙ্খ তথ্য-উপাত্ত তৈরি করে উন্নয়নের এই গতি ধরে রাখতে চায় সরকার। এজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল স্পেইশল ডাটা ইনফ্রাস্ট্রাকচার এনএসডিআই গড়ে তুলছে সরকার।
বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশে এনএসডিআই’ বিষয়ে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী পর্বে এর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে যথার্থভাবে গড়ে তুলতে প্রয়োজন পর্যাপ্ত তথ্য-উপাত্তের ইতিবাচক ও পরিকল্পিত ব্যবহার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষের সব ধরণের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সেগুলো করতে হলে আমাদের অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আমরা মনে করি এনএসডিআই হলে কাজ অনেক সহজ হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক গুরুত্ব কাজে লাগিয়েই প্রাচ্য-পাশ্চাত্যের সেতুবন্ধ হিসেবে গড়তে হবে বাংলাদেশকে।
তিনি আরও বলেন, ‘ভৌগোলিক অবস্থান আমাদের এমন গুরুত্ব দিয়েছে যে আমরা যদি এর সঠিক ব্যবহার করতে পারি প্রাচ্য-পাশ্চাত্যের মাঝে সেতুবন্ধন রচনা করতে বাংলাদেশই পারবে। বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য সেখানে থাকবে। কেউ যেন এর অপব্যবহার করতে না পারে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। সেজন্য একটা আইন প্রণয়নও দরকার।’
এরপর, রাজধানীর মিরপুরের ধামালকোটে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ডিজিটাল ম্যাপিং সেন্টার ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা৭১নিউজ/এসএইস