বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায় সুইজারল্যান্ড। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম রয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে এটি আরও ত্বরান্বিত করে উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানিতে বেশ ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার (২৭ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি শিল্প উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাৎ করেন। এসময় রাষ্ট্রদূত এমন অভিমত ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশে ছাত্র- জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বতীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
এসময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের ছাত্র-জনতা যে আশা আকাঙ্ক্ষায় গণ-অভ্যুত্থান করেছে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর।
এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা ও ড. শাহ্ মো. হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ