চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বন্দুক, লাঠি ও আটটি হেলমেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ছনুয়া ইউনিয়নের এক নম্বর ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর পাশের লবন মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও হেলমেট উদ্ধার করা হয়। র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজর মেহেদী হাসান বলেন, সকাল সাড়ে ১১টায় ছেলবন সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, ৮টি হেলমেট ও কিছু লাঠি পাওয়া গেছে। কারা এসব রেখেছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে। বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকেই র্যাব মাঠে রয়েছে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ