চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে রিফাত নামে দেড় বছরের এবং মো. মুনতাসির নামে তিন বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে বাঁশখালী পৌরসভার নেয়াজর পাড়া ও শীলকূপ ইউনিয়নে বৈরাগ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাসির বাঁশখালী পৌরসভার পৌরসভার নেয়াজর পাড়া এলাকার মো. আবছারের ছেলে এবং রিফাত শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বৈরাগ পাড়া গ্রামের আহমদ শফির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি করে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পরিবারের লোকজন। পরে দুইজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হীরক কুমার পাল বলেন, সোমবার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ