মানিকগঞ্জ-২ আসনের (সিংগাইর-হরিরামপুর) সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে চারিগ্রাম ইউনিয়নের ২৭ নম্বর চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দেন এমপি মমতাজ বেগম। পরে তিনি ভোটকেন্দ্রের কয়েকটি বুথ পরিদর্শন করেন। তিনি ভোটকেন্দ্রের ভেতরে গিয়ে পোলিং এজেন্ট ও প্রার্থীর এজেন্টদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় তার সঙ্গে ছিলেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহিদ, সায়েদুল ইসলাম, চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেওয়ান মো. রিপন হোসেনসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত সাংবাদিকরা মমতাজ বেগমকে আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্র পরিদর্শনের বিষয়ে চানতে চান। তিনি বলেন, আমি জয়মন্টপ ইউনিয়নের ভোটার। এজন্য ভোট দিতে এসেছি। যতদিন আচরণবিধির বিষয় ছিল ততদিন এলাকায় আসিনি। আমি কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি মাত্র। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে কি না তা দেখতে এসেছি।
আপনার ভোটকেন্দ্র পরিদর্শন আচরণবিধির লঙ্ঘন কিনা জানতে চাইলে এ নারী এমপি বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে আলাপ করে এসেছি। তারা বলেছেন একটু দেখে গেলে সমস্যা নাই।’
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একজন সংসদ সদস্য হিসেবে তিনি (মমতাজ বেগম) ভোটকেন্দ্র পরিদর্শনে আসতে পারেন না। তবে তিনি তার নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর আমি মমতাজ ম্যাডামের সঙ্গে কথা বলেছি। তিনি ভোটকেন্দ্র থেকে চলে গেছেন।’ আচরণবিধি লঙ্ঘন করার কারণে তাকে শোকজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে জেলা নির্বাচন কমিশনার বলেন, এ ব্যাপারে যদি কেউ অভিযোগ করেন তাহলে আমরা তার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনকে জানাবো।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, তিনি বিষয়টি অবগত নন। তিনি বিষয়টি নিয়ে এমপির সঙ্গে কথা বলবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ