রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য ‘ইন্টারনেট ব্লাকআউট’ প্রত্যাহার করে নিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। রোববার রাতে আল্টিমেটাম দেওয়ার পর সোমবার (২২ মে) সকালে বনানীর আইএসপিএবি সচিবালয়ে বৈঠক হয়। বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাম্বল বি’র হেড অব অপারেশন সাইফুল হাসানের নেতৃত্বে একটি দ্বিপাক্ষিক বৈঠকে চাঁদা দাবি প্রত্যাহার এবং কেটে দেওয়া লাইন পুনরায় চালুর বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর পর ঘোষিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানিয়েছেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।
আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম রাশেদসহ বসুন্ধরা আবাসিকে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তা ও সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেছেন, বৈঠকে সেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়ার বিপরীতে আমরা তিনটি দাবি উত্থাপন করেছি। এগুলো হচ্ছে- বসুন্ধরা আবাসিক এলাকায় সকল ইন্টারনেট সেবাদাতার প্রবেশাধিকার উন্মুক্ত করে দেওয়া, সেখানে থাকা আমাদের পপগুলোর নিয়ন্ত্রণ ও ভাড়া পুরোপুরি আইএসপিএবি’র মাধ্যমে পরিচালনা এবং এক দেশ এক রেট বাস্তবায়নে সম্পূর্ণ রূপে চাঁদা প্রত্যাহার। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে শিগগির আরও একটি বৈঠক হবে বলেও জানান তিনি।
সেবা চালু নিয়ে আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া জানিয়েছেন, আইএসপিএবি সদস্যরা, সরকারকে যথাযথ ভ্যাট-ট্যাক্স দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিশ্ব প্রশংসিত ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। তাই তারা সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বসুন্ধরা আবাসিকে সংযোগ পুনরায় চালুর কাজ শুরু করেছেন। রোববার পর্যন্ত কাটা পড়া ৫ হাজার লাইন ঠিক করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সংযোগ চালু হলো। এই তিন ঘণ্টা ব্যাংক ও ব্যাংকের বুথসহ ইন্টারনেট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম বন্ধ ছিল। তবে যারা মোবাইলের মাধ্যমে নেট চালিয়েছেন তাদের কোন সমস্যা হয়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ