বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার

বসনিয়ার জঙ্গলে জীবনযুদ্ধে বাংলাদেশিরা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ১৮১ বার পড়া হয়েছে

তীব্র তুষারপাতে চরম মানবেতর জীবন যাপন করছে বসনিয়া সীমান্ত আটকে পড়া বাংলাদেশিসহ কয়েকশ’ অভিবাসন প্রত্যাশী। রয়েছে খাদ্য সংকটও। এ অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

একে তো মাথা গোঁজার ঠাঁই নেই তার ওপর তীব্র ঠাণ্ডা। তুষারপাতে মানবেতর জীবন যাপন করছেন বসনিয়ায় আটকেপড়া এসব শরণার্থীরা। অস্থায়ী আশ্রয় শিবির যাও ছিল তাও গত মাসে আগুনে পুড়ে ছাই হয়েছে। এরপর থেকেই খোলা আকাশের নিচে ও অস্থায়ী পরিত্যক্ত ভবনে আশ্রয় হয়েছে তাদের।

উন্নত জীবনের আশায় ইউরোপের দেশে পাড়ি দেওয়ার উদ্দেশে এসব শরণার্থী স্বপ্ন দেখলেও এখন জীবন বাঁচাতেই হিমশিম খাচ্ছে। প্রবল ঠাণ্ডার সঙ্গে যুদ্ধ তো আছেই সেই সঙ্গে খাদ্য সঙ্কট।

একজন বলেন, ‘অনেকেরই এখানে উষ্ণ কাপড় নেই। জুতা নেই। ঠাণ্ডায় আমরা যে কোনো সময় মারা যেতে পারি।’

অন্যজন বলেন, আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা মোটেই নিরাপদ নই। মানুষ সাহায্য করার পরিবর্তে আমাদের জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। বিক্রি করছে। আমাদের সাহায্য দরকার।

ইউরোপে গমন প্রত্যাশী অভিবাসীরা দীর্ঘদিন ধরে বসনিয়ার সীমান্তবর্তী শিবিরে আটকা পড়ে আছেন। কেউ কেউ দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করছেন সীমান্তবর্তী ক্রোয়েশিয়া পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার।

জরুরি ভিত্তিতে শরণার্থীদের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তা নাতাশা ওমারোভিক বলেন, ‘অনেক শরণার্থী তীব্র ঠাণ্ডার মধ্যে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে। আবার অনেকে বসনিয়ার যুদ্ধবিধ্বস্ত পরিত্যক্ত ঘরগুলোতে আশ্রয় নিয়েছে। দৈনন্দিন চাহিদা ও প্রয়োজনীয় খাদ্যের কোনো নিশ্চয়তা নেই তাদের। বর্তমানে আমরা আবারও চরম মানবেতর পরিস্থিতির মধ্যে রয়েছি।’

অভিবাসীদের সঙ্কট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবারও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com