বাংলা৭১নিউজ, ডেস্ক: চিন্তিত বাংলা থেকে যাওয়া অমরনাথ তীর্থযাত্রীদের আত্মীয়রা৷ তাঁদের নিকট স্বজন কেমন আছেন সেটাই এখন বড় প্রশ্ম৷ যদিও প্রাকৃতিক বিপর্যয় ও দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর সংবাদ আসেনি৷
তবে প্রতি মুহূর্তে প্রকৃতির রোষ আছড়ে পড়ছে কাশ্মীরের উপর৷ প্রবল বৃষ্টি ও বন্যার কারণে শনিবারের মতো স্থগিত করা হল তুষারতীর্থ অমরনাথ দর্শন যাত্রা৷ সরকারিভাবে এই বার্তা জানিয়ে দেওয়া হয়েছে৷
শনিবার সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ২১ ফুট উপর দিয়ে বইছে ঝিলম নদী৷ ক্রমশই বাড়ছে তার জলস্তর৷ পহেলগাওয়ের পরিস্থিতি দেখে চিন্তিত প্রশাসন৷ অমরনাথ যাত্রীদের অন্যতম ক্যাম্প পহেলগাঁও৷ জম্মু-কাশ্মীরের বন্যা নিয়ন্ত্রণ দফতরের কর্মীরা নেমে পড়েছেন উদ্ধারকাজে৷ বন্যায় আটকে পড়া বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো শুরু হয়েছে৷
শ্রীনগরের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট, কাশ্মীরের বিভিন্ন এলাকায় নামছে ধস৷ ভূমি ও পাথর ধসে আগেই বিপর্যস্ত হয়েছে জম্মু-শ্রীনগর মহাসড়ক৷ অন্যান্য সড়কে যান চলাচল বিপজ্জনক পরিস্থিতির মুখে৷ ফলে জম্মুতেও অনেক অমরনাথ যাত্রী আটকে পড়ছেন৷
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তাঁরা৷ চলতি বছর অমরনাথ দর্শনের আগেই একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর উপত্যকা৷
সতর্কতা আছে এবারেও অমরনাথ যাত্রীদের উপর হামলার৷ তারই মাঝে প্রকৃতির বৈরি আচরণে দিনভরের জন্য স্থগিত যাত্রা৷ এসব উপেক্ষা করেই বাড়ছে তীর্থযাত্রীদের ভিড়৷
বাংলা৭১নিউজ/সূত্র: কলকাতা অনলাইন/এসএইচ